বিশ্ব ‘মা’ দিবস আজ
পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’। মাত্র একটি অক্ষরের শব্দ ‘মা’, অথচ তাতেই যেন সমস্ত ভালোবাসা, আবেগের সম্মিলন। সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে সবাই দূর পরবাসে মিলতে পারে। চলে যেতে পারে প্রেমাবেগের বন্ধনের প্রিয়সীও। কিন্তু মা’র স্নেহ-ভালোবাসার বন্ধন কখনই ছিন্ন হবার নয়। আজ বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা হয়।
দিনটি উপলক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। যদিও একটি বিশেষ দিনে মধ্যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সীমাবন্ধ নয়। এই ভালোবাসা প্রতিটি দিনের। প্রতিটি ক্ষণের। তারপরও মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে এই দিনটি পালন করা হয়। বিশ্ব মা দিবসের ইতিহাস শতবর্ষের পুরানো। যুক্তরাষ্ট্রে আনা জারভিস নামের এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে আমার লেখা ছোট্ট একটি কবিতা।
মা যে আমার
আশিকুর রহমান
মা যে আমার নয়নমনি
মা যে ভালবাসা।
মাকে নিয়ে স্বপ্ন আমার
মাকে নিয়ে আশা।
কান্না যদি আসে মাগো;
চোখে আসে ঢল!
তুই ছাড়া কে মাথায় মাগো
হাত বুলাবে বল।
জীবণ চলার পথে যদি
দুঃখ আসে নেমে,
দূরদূরান্তের লক্ষে যেতে
উঠি কভু ঘেমে ।
তোমার দেওয়া ভালবাসা
হাত বাড়িয়ে নেব।
ঝড়-বাদলে আধার রাতে
ভয় তাড়িয়ে দিব।
পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’। মাত্র একটি অক্ষরের শব্দ ‘মা’, অথচ তাতেই যেন সমস্ত ভালোবাসা, আবেগের সম্মিলন। সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে সবাই দূর পরবাসে মিলতে পারে। চলে যেতে পারে প্রেমাবেগের বন্ধনের প্রিয়সীও। কিন্তু মা’র স্নেহ-ভালোবাসার বন্ধন কখনই ছিন্ন হবার নয়। আজ বিশ্ব মা দিবস। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার এ দিবসটি পালন করা হয়।
দিনটি উপলক্ষ্যে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। যদিও একটি বিশেষ দিনে মধ্যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সীমাবন্ধ নয়। এই ভালোবাসা প্রতিটি দিনের। প্রতিটি ক্ষণের। তারপরও মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে এই দিনটি পালন করা হয়। বিশ্ব মা দিবসের ইতিহাস শতবর্ষের পুরানো। যুক্তরাষ্ট্রে আনা জারভিস নামের এক নারী মায়েদের অনুপ্রাণিত করার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন করে তুলতে উদ্যোগী হয়েছিলেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে আমার লেখা ছোট্ট একটি কবিতা।
মা যে আমার
আশিকুর রহমান
মা যে আমার নয়নমনি
মা যে ভালবাসা।
মাকে নিয়ে স্বপ্ন আমার
মাকে নিয়ে আশা।
কান্না যদি আসে মাগো;
চোখে আসে ঢল!
তুই ছাড়া কে মাথায় মাগো
হাত বুলাবে বল।
জীবণ চলার পথে যদি
দুঃখ আসে নেমে,
দূরদূরান্তের লক্ষে যেতে
উঠি কভু ঘেমে ।
তোমার দেওয়া ভালবাসা
হাত বাড়িয়ে নেব।
ঝড়-বাদলে আধার রাতে
ভয় তাড়িয়ে দিব।
nice
ReplyDelete