Friday, February 17, 2017


বাঙালীর জাতীয় বৈশিষ্ট্য
মুক্তমনা আশিক

ভদ্রতার খোঁলসে অভদ্র জাতি,
মানবতার নামে করছে বেঈমানি।
সময়ের তালে মন ভোলানো কথার ফুলঝরি,
স্বার্থ উদ্ধার হলেই ভুলে যায়
পিছনের সব প্রতিশ্রুতি।
ন্যায়ের নামে অন্যায়ের করুণ থাবা,
বিচারের নামে মিথ্যে সাফাই গাওয়া।
শাসনের নামে সর্বএ শোষনের প্রতিচ্ছবি,
তবুও মানুষ চোখ বুজে দেখে তামাশাবাজি।
অসামাজিকতায় ভরে গেছেে এ সমাজ,
হুশ হয় না কারো,
করে না প্রতিবাদ।
টাকার নেশায় করছে সবাই দুর্নীতি,
কালো টাকায় গড়ছে অত্যাধুনিক বাড়ি।
অপরাধ করে পার পেয়ে যায় অপরাধী,
আইনের নামে লালন করছে তারা সন্ত্রাসী।
তবুও মানব মনে শুধু একটাই আঁশা,
শান্তিতে থেকে, দু’বেলা
পেটভরে খেতে চায় তারা।

No comments:

Post a Comment