Tuesday, February 21, 2017

Poor Vs Rich



গরীবের ছেলে চোখে
সানগ্লাস
পরলে হয় মাস্তান আর বড় লোকের
ছেলে পরলে হয় ফ্যাশন।
গরীবের ছেলে পায়ে সু পরলে
হয়
ফুটানি আর বড় লোকের
ছেলে পরলে হয়
কমপ্লিট ড্রেস!
গরীবের ছেলে টাইট ফিটিং
টি-
শার্ট
পরলে হয় বডি আর বড় লোকের
ছেলে পরলে হয় নাদুশ নুদুশ!
গরীবের ছেলে চুল বড় রাখলে হয়
বাউল
আর বড় লোকের ছেলে রাখলে হয়
ব্রান্ড
গানের নায়ক!
গরীবের ছেলে দামী মোবাইল
কিংবা কম্পিউটার নিলেই হয়
চোর
আর
বড় লোকের ছেলে নিলে হয় শখ!
গরীবের ছেলে কোন মেয়ের
সাথে কথা বললেই হয় ইভটিজিং
আর
বড়
লোকের ছেলে বললে হয় বন্ধুত্ব
কিংবা ভদ্রতা!
গরীবের ছেলে মুখে স্টাইল করে
গোফ
রাখলেই হয় পাংকু আর বড়
লোকের
ছেলে রাখলেই হয় স্টাইল!
গরীবের ছেলেদের পদে পদে
বিপদ!
আর ধনীর ছেলের পদে পদে বন্ধুত্ব!
এই হলো আমাদের সমাজ ব্যবস্থা,
ধনী গরীবের ব্যবধানটা বড়ই
নিষ্ঠুর।

No comments:

Post a Comment