Thursday, February 23, 2017

একটা উচিত কথা।
বিষয়ঃ কটুকথা
সব সময় মনে রাখতে হবে আগে ঘর তারপর পর।
তার মানে আপনি একটা মেয়েকে দেখে বলে উঠলেন ইস! কি মাল রে!!!!!!
আসলে আপনি যেমন আমার বোনকে (সব মেয়েরায় বোন শুধু প্রেমিকা ছাড়া) টিস করলে আমি ও কিন্তু আপনার বোনকে ঠিক তাই করব।
ইট মারলে পাটকেল খেতে হয়।
আগে নিজের ঘরের নিজের বোনকে/মেয়েকে পর্দানশীন বানান দেখবেন কেউ আপনার বোন/মেয়েকে খারাপ কিছু বলবে না।
আপনি আপনার বোন/মেয়ে কে যদি এমন পোশাক পরিধান করান যযা অন্য ছেলেদের তার দিকে খারাপ নজর দিতে বাধ্য করে তবে আপনি ও এই খারাপ কাজের জন্য সমস্ন সমান পাপি।
তাই আল্লাহ কে ভয় করুন এবং নিজের ঘর সামলান।

No comments:

Post a Comment